স্থগিত হতে পারে প্রাথমিকের প্রথম সাময়িক পরীক্ষা

0
1150

প্রাথমিকের প্রথম সাময়িক পরীক্ষা স্থগিত হতে পারে: আগামী ১৫ এপ্রিল থেকে ২৪ এপ্রিল এরে মধ্যেই হওয়ার কথা প্রাথমিকের প্রথম সাময়িক পরীক্ষা। কিন্তু বর্তমান সারা বিশ্বে ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনা ভাইরাসের প্রাদূর্ভাবের কারণে এই ভাইরাসে সংক্রমণ রোধে প্রাথমিক বিদ্যালয়ের প্রথম সাময়িক পরীক্ষা স্থগিত হতে বা বাতিল হতে পারে বলে জানিয়েছেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সুত্র।

জানা যায়, পরীক্ষা বাতিল বা স্থগিত হবে কিনা এই বিষয়ে কিছুুদিনের মধ্যেই জানিয়ে দেবে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।

প্রাণঘাতী করোনা ভাইরাস থেকে শিক্ষক ও শিক্ষার্থীদের দুরে রাখতে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান আগামী ৯ এপ্রিল পর্যন্ত বন্ধ রাখা হয়েছে। তবে এই প্রাণঘাতী ভাইরাসের পরিস্থিতি অবনিতি হলে শিক্ষা প্রতিষ্ঠনের ছুটি আরও বাড়তে পারে বলে জানিয়েছেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।

আর এই বন্ধের সময়ে শিক্ষার্থীদের কে বিকল্প পদ্ধতিতে ক্লাস নেয়া হচ্ছে। সংসদ টিভির মাধ্যমে “আমার ঘর আমার স্কুল” ক্লাস নেয়ার ব্যবস্থা করেছে শিক্ষা মন্ত্রণালয়। ইতিমধ্যেই ২৯ মার্চ থেকে মাধ্যমিকের ষষ্ঠ থেকে দশম শ্রেণির ক্লাস সংসদ টিভির মাধ্যমে নেয়া হচ্ছে।

জানা যায় , প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ও এই পদ্ধতিতে টিভিতে ক্লাস নেওয়ার উদ্যোগ নিয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

15 + 16 =